Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রী এলাকায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকার একটি দশতলা ভবনের পাশে খালি প্লট থেকে আল-আমিন শিকদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, সে আগুন থেকে বাঁচতে ভবন থেকে নিচে পরে মারা গেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ।

মৃত আল-আমিনের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার দিয়াসুর গ্রামে। তিনি মৃত সিরাজ শিকদারের ছেলে।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বনশ্রী মেরাদিয়া সড়কের এফ ব্লকের গ্লোরিয়াস টাওয়ারের বাড়ির পেছনে বন্ধন হাউজিংয়ের খালি প্লট থেকে আল-আমিন এর মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের দুইহাত ভাঙ্গা, মাথায় আঘাত, দুই পায়ের পাতা ঝলসানো ছিল।

এসআই আরও জানান, মৃত আল-আমিন গত তিন মাস যাবত গ্লোরিয়াস টাওয়ারে ম্যানেজার হিসেবে চাকরি করত। পাশাপাশি ওই ভবনের দশতলার চিলেকোঠার একটি রুমে থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে চিলেকোঠায় তার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সেই সময় আল-আমিনের পায়ে আগুন ধরে গেলে সে বাঁচার জন্য পরনের কাপড় খুলে ছাদ থেকে লাফিয়ে নিচে পরে মারা যায়।’

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে যেকোনো সময় গ্লোরিয়াস টাওয়ারের দশতলা থেকে নিচে পরে মারা যায়। তার রুমের প্রায় সবকিছুই পুড়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

বনশ্রী এলাকা যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর