Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে নিহত জামালের লাশ কবর থেকে উত্তোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আদালতের নির্দেশে মো. জামাল মোল্লা (৪৮) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুলগাঁও জালালাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, জামাল মোল্লা গত আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত হয়েছিলেন। হাটহাজারী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটহাজারী মডেল থানার উত্তর পাশে কাঁচাবাজার গলির সামনে চট্টগ্রাম-নাজিরহাট সড়কের ওপর গুলিতে নিহত হওয়ার অভিযোগ এনে তার স্ত্রী ৩১ আগস্ট থানায় মামলা করেছিলেন। এতে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মাহমুদ হোসেন বলেন, ‘ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/আরএস

আইন-বিচার ময়নাতদন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর