‘বিএনপির নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে জনগণ’
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২১:৪৭
ঢাকা: দেশের জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লার ফানটাউনের কনফারেন্স হলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুন ও নির্যাতনের পরও বিএনপির নেতা-কর্মীর সংখ্যা এখনও বেশি। তাদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ। বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। এ আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। এটি ধরে রাখতে হলে আমাদের কথা-বার্তা আচার-আচরণে সেই জিনিসটা থাকতে হবে, যা মানুষকে আকৃষ্ট করে। কাউকে কিছু দিয়ে নয়, আদর্শ দিয়ে দলে রাখতে হবে। আদর্শ দিয়ে দলের কর্মী হিসেবে তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘এখন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অনেক সমস্যার কথা বলছেন। অথচ বহু আগে আমরা এগুলো বলেছিলাম। যখন অনেকে বিশ্বাস করতো না স্বৈরাচার বিদায় হবে, তখন আমরা ৩১ দফা দিয়েছিলাম। এটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা। ৩১ দফা হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য আমরা কী করতে চাই, তার তালিকা।’
তারেক রহমান বলেন, ‘অনেকেই বলে থাকেন, লন্ডন-আমেরিকার মতো যদি আমাদের দেশ হতো। অবশ্যই আমাদের দেশ লন্ডন-আমেরিকার মতো হবে। সে জন্য জনগণের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকতে হবে। এটি করতে পারলে আর লন্ডন-আমেরিকার উদাহরণ দিতে হবে না। বাংলাদেশই তখন বিশ্বের মানুষের কাছে মডেল দেশ হিসেবে দাঁড়িয়ে যাবে।’
তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা শহিদ হয়েছেন। আমার ভাই শহিদ হয়েছেন। আর আমার মায়ের কারাগার ও নির্যাতনের শিকার হওয়ার কথা আজ না বললাম। এমন গল্প দেশের বহু বিএনপি পরিবারের। অনেকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় স্বজনদের জানাজায় গিয়েছে। এরপরও বলি, শুধু নিজের কথা ভাবলে হবে না; দেশের ও জনগণের জন্যও ভাবতে হবে।’
সারাবাংলা/এজেড/এইচআই