Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬

বেনাপোলে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

বেনাপোল: ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরাধীদের দ্রুত আটক করার দাবি জানিয়ে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ বোমা হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে আ.লীগ সরকার ও তার অনুসারীরা দেশ ছাড়লেও তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। বিভিন্ন কর্মকান্ডর মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে এ চক্রটি।’

বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ ধারার রাজনীতি চর্চা করে আসছেন। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বর্পূণ ভূমিকা ছিল তার। তাকে হত্যার উদ্দেশ্যে আ.লীগের ষড়যন্ত্রকারীরা এ হামলা চালিয়েছে।’ এসব অপরাধীদের চিহ্ণিত করে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এ কেন্দ্রীয় নেতা।

প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, ‘বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। জনগনের কল্যাণে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকান্ডকে পছন্দ করছে না। তারা আমার বাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করছে। এরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।’

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ অপরাধীদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনার আশ্বস্থ করেন তিনি।

এদিকে, এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি তুলেছেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহবাহক মোস্তাফিজুর রহমান বাবু এবং ছাত্র দলের সভাপতি মো.শরিফুল ইসলাম চয়ন।

সারাবাংলা/এসডব্লিউ

বিএনপি বেনাপোল বোমা হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর