ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:২৮
সুনামগঞ্জ: জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। চার আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও সম্প্রতি পরিষদের এক ইউপি সদস্যরের ওপর হামলার দুই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগেও তাকে একবার আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ‘দুই মামলায় ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করা হয়েছে। চার আগস্টে হামলা ও ইউপি সদস্যকে মারধরের দুইটি মামলায় তাকে আটক করা হয়েছে। এর আগেও তাকে একবার আটক করা হলেও শারিরীক অবস্থা বিবেচনায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। আজকে গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এইচআই