Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকিতে ঢাকার বায়ুমান, সতর্কতা পরিবেশ মন্ত্রণালয়ের


১০ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২০:০০

ঢাকা: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। এ অবস্থায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ারও অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।

ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে বলা হয়েছে:

• কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।
• নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।
• নির্মাণসামগ্রী ঢেকে রাখা।
• নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া।
• নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো।
• পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় বায়ু দূষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর