ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাবা-ছেলের
১০ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬
ঢাকা: গাজীপুর টঙ্গী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ দু’জন মারা গেছেন। পুলিশ জানিয়েছে শিশু সন্তানকে নিয়ে ওই ব্যক্তি রেললাইনে আত্মহত্যা করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বর্ণমালা রেলক্রসিংয়ের পাশে রেললাইনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতদের আনুমানিক বয়স (৩০) বছর ও (৬) বছর। তাদের পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী রেল স্টেশনে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে টঙ্গী বর্ণমালা রেল ক্রসিংয়ের ৩০০ গজ উত্তরে রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত শিশুসহ ওই ব্যক্তি মারা যান।
এসআই আরো জানান, প্রথমিক তদন্তে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি, রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে রেললাইনে শুয়ে আত্মহত্যা করে। গতকাল রাতেই মরদেহ দুটি হেফাজতে নেওয়া হয়। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ শনাক্তে পুলিশের উদ্যোগে এলাকায় মাইকিং করা হয়। আশেপাশের লোকজন অনেকেই মরদেহ দেখেছে। তবে শনাক্ত করতে পারেনি। মরদেহ দুটি ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমপি