Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের ভূমি দখলের নিন্দা কাতার-সৌদি-ইরান-ইরাকের

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪ ১৬:০২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২

সিরিয়া এবং ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির মধ্যে যুদ্ধবিরতি রেখার কাছে ইসরায়েলি সৈন্যরা। ছবি: সংগৃহীত

কাতার, সৌদি আরব, ইরান এবং ইরাক ইসরায়েলের সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির নিকটবর্তী ভূমি দখলের নিন্দা জানিয়েছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দেশজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৯ ডিসেম্বর) জানিয়েছে, দোহা ইসরায়েলি অনুপ্রবেশকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর একটি বিপজ্জনক ইঙ্গিত হিসেবে বিবেচনা করছে। মন্ত্রণালয় আরও জানায়, ‘ইসরায়েলের দখলদারিত্বের নীতির আওতায় সিরিয়ার ভূমি দখলের প্রচেষ্টা অঞ্চলটিতে আরও সহিংসতা এবং উত্তেজনা সৃষ্টি করবে।’

বিজ্ঞাপন

সিরিয়ায় বিরোধী শক্তির হাতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর রোববার (৮ ডিসেম্বর) ইসরায়েল সিরিয়ায় হামলা শুরু করে।

সৌদি আরব সোমবার (৯ ডিসেম্বর) ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করে জানায়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের নিয়ম লঙ্ঘনের ধারাবাহিকতা এবং সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে নষ্ট করার লক্ষ্যে পরিচালিত।’

ইরাকও এই কর্মকাণ্ডের সমালোচনা করে জানায়, এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার সার্বভৌমত্ব বজায় রাখা জরুরি। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই আগ্রাসনের নিন্দা জানিয়ে এটিকে বন্ধ করার আহ্বান জানাই।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সোমবার (৯ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘এই আগ্রাসন জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।’

রোববার (৮ ডিসেম্বর) ইসরায়েল দখলকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী অঞ্চল দখল করে। সেখানে অবস্থানরত সিরিয়ার পাঁচটি গ্রামের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক ইসরায়েলের ভূমি দখলের নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটি ১৯৭৪ সালের ইসরায়েল-সিরিয়া চুক্তির লঙ্ঘন।’

এছাড়া, সিরিয়া জুড়ে ইসরায়েলি বিমান হামলা আরও তীব্র হয়েছে। সিরিয়ার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সোমবার দিনে একশোরও বেশি বিমান হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে এবং ১৯৮১ সালে এটি বেআইনিভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমি চিরতরে ইসরায়েলের সঙ্গে থাকবে।

সারাবাংলা/এনজে

ইরাক ইরান ইসরায়েল কাতার নিন্দা ভূমি দখল সিরিয়া সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর