Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস আলমের বাসভবনের সামনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মীদের বিক্ষোভ 

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৪:২০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০
চট্টগ্রাম ব্যুরো : প্রায় ৩৫ হাজার কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।  এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসুচিতে অংশ নেয়া ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
শুধুমাত্র একটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এত টাকা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তখনকার পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের বিনিয়োগ করতে হয়েছে। এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল।’
মোস্তফা কামাল আরও বলেন, ‘বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। বারবার তাগাদা দেয়ার পরও টাকা আদায় করতে না পেরে সামাজিক চাপ সৃষ্টির জন্য আমরা এ কর্মসুচি পালন করেছি।’
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানায় তাদের নিয়ন্ত্রিত ছিল। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/আরএস

এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর