Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৪

৩ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে অপেক্ষমান রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম সালাম হোসেন।

তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে করে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয় এবং সকাল ৯টা থেকে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়। প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন উভয় ঘাটে আটকে পড়েছে।

সিরিয়াল অনুযায়ী ঘাট পন্টুন এলাকায় অপেক্ষমান যানবাহনগুলো নৌরুট পারাপার শুরু হয়েছে। ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি রয়েছে। যানবাহনের চাপ অনুযায়ী এসব ফেরি চলাচল করবে। যে কারণে ফেরিঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে দীর্ঘ সময়ের ভোগান্তি পোহাতে হবে না বলে জানান সালাম হোসেন।

সারাবাংলা/এসডব্লিউ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ফেরি চলাচল শুরু

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর