৪৬ হাজার কেজি পলিথিন জব্দ, ২৩ লাখ টাকা জরিমানা
৯ ডিসেম্বর ২০২৪ ২৩:২৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৮
ঢাকা: নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত বন্ধে এখন পর্যন্ত ১৮৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে প্রায় ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, সেবা সংযোগ বিচ্ছিন্ন করে চারটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে পলিথিন নিষিদ্ধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত চালানো অভিযানে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সোমবারও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রায় ১১ কেজি নিষিদ্ধ পলিথিন।
পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/জেআর/টিআর