Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্রি হচ্ছে বিএসসি’র ২ জাহাজ, আসবে ১০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২১:৫০

‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নিলামে বিক্রি হবে

চট্টগ্রাম ব্যুরো: আগুনে পোড়া রাষ্ট্রায়ত্ত দুই জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাজ দু’টি টেন্ডারে বিক্রি করে ও বিমা থেকে আয় হবে অন্তত ১০০ কোটি টাকা।

এর মধ্য দিয়ে ৩৭ বছর ধরে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভের অধ্যায় শেষ হতে যাচ্ছে। জাহাজ দুটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজের মধ্যে এক ও দুই নম্বরে ছিল।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘আমরা জাহাজগুলোকে ফেইজ আউট করেছি এবং ডিজপোজালের প্রক্রিয়া চলমান। এরই মধ্যে আমরা সরকার থেকে অনুমোদন পেয়েছি এবং অকশনের জন্য টেন্ডারও আহ্বান করেছি। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ ওপেন টেন্ডার মেথডের মাধ্যমে অকশন করা হবে।’

‘আমরা তিনটি অপশনের মাধ্যমে অকশনের বিষয়টি বেছে নিয়েছি। তিনটি অপশনই ওপেন থাকবে। আশা করছি, বর্তমান বাজারদর অনুযায়ী একটা ভালো রেট পাওয়া যাবে। আমাদের মূলধনে একটা ভালো অংক যোগ হবে বলে আমরা আশা করছি,’ – বলেন কমডোর মাহমুদুল মালেক।

গত ৩০ সেপ্টেম্বর সকালে এমটি বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এক ক্যাডেটসহ তিন নাবিকের ‍মৃত্যু হয়। এর পাঁচদিনের মাথায় ৫ অক্টোবর গভীর রাতে এমটি বাংলার সৌরভ জাহাজেও একইভাবে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিএসসির মালিকানাধীন অয়েল ট্যাংকার দুটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নিলামে বিক্রি হবে। ছবি: সারাবাংলা

‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নিলামে বিক্রি হবে। ছবি: সারাবাংলা

সূত্র জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি আর মেরামত করে সাগরে নামানোর চেয়ে সেগুলো নিলামে তুলে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয় বিএসসি। এজন্য স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রে জাহাজ দুটি যেখানে যে অবস্থায় আছে সেই শর্তে কেনার জন্য আগামী ৬ জানুয়ারির মধ্যে প্রস্তাবনা দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিটি জাহাজের ওজন ৩ হাজার ৭৮৭ মেট্রিকটন। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক টেন্ডারে জাহাজ দুটি বিক্রির কারণে লাভবান হবে বিএসসি। জাহাজ দুটির ডেকসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও লোহার কাঠামো ক্ষতি হয়নি। এজন্য স্ক্র্যাপ হিসেবে সেগুলোর বাজারদর উঠবে প্রায় ৪০ কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হবে বিমা কোম্পানির ক্ষতিপূরণ। সব মিলিয়ে বিএসসি প্রায় ১০০ কোটি টাকা পাচ্ছে, যা যোগ হবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির তহবিলে।

উল্লেখ্য, ১৯৮৭ সালে ডেনমার্কের শিপইয়ার্ডে তৈরি করা হয় এ জাহাজ দুটি। ১৪ হাজার ৫৪১ মেট্রিকটন ধারণ ক্ষমতার এমটি বাংলার জ্যোতি বিএসসির বহরে যুক্ত করা হয় ওই বছরের মে মাসে। সমপরিমাণ ধারণক্ষমতার এমটি বাংলার সৌরভ ওই বছরের জুন মাসে বিএসসির বহরে যুক্ত হয়। ২৫ বছর তেল পরিবহনের লক্ষ্য নিয়ে নির্মিত জাহাজ দুটি একযুগ বেশি বিএসসির বহরে চলাচল করেছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

১০০ কোটি জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর