Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের ব্যবধানে বাড়ল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ২১:০০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩১

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: আট দিনের ব্যবধানে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে এখন প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা। এর আগের বার মূল্যবান এই ধাতুটির দাম কমে।

সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১০ িডসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ২৩৪ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৯৩৯টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১ ডিসেম্বর সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বাড়ল সোনার দাম

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর