Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদ তৈরির পেছনে কিছু সাংবাদিক নেতা: চসিক মেয়র

স্পেশাল করসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২০:১১ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২০:১৩

চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো: দেশে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরির পেছনে কিছু সাংবাদিক নেতা কাজ করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এ মন্তব্য করেন।

চসিক মেয়র বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের গণমাধ্যম ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। দেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি হলো, এর পেছনে কাজ করেছেন কতিপয় সাংবাদিক নেতা। ফ্যাসিবাদি শক্তি সবসময় নিজের আসন ও ক্ষমতা সংহত করে রাখতে পদলেহী সাংবাদিক তৈরি করে। শেখ হাসিনাও এর ব্যতিক্রম ছিল না। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, এ বাংলাদেশে শক্ত হাতে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।’

মেয়র শাহাদাত আরও বলেন, ‘অতীতে নির্বাচনের আগে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলা হতো জঙ্গি-সন্ত্রাসী, তাদের নির্বাচন করতে দেওয়া যাবে না। এসব গণমাধ্যমে প্রচার করা হতো। পরিকল্পিতভাবে পাতানো, সাজানো নির্বাচনকে বৈধতা দেওয়ার সব চেষ্টা করা হতো গণমাধ্যম দিয়ে। ভবিষ্যতে আমার দেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভির মতো কোনো গণমাধ্যম যাতে বন্ধ না হয়, এ ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে।’

মেয়র শাহাদাত হোসেনকে প্রেসক্লাবে ফুল দিয়ে স্বাগত জানান চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

এসময় অন্তবর্তী কমিটির সদস্য কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, কমিটির সদস্য গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, প্রেসক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির ব্যুরো প্রধান মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ৭১ টিভির বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাসস’র বিশেষ সংবাদদাতা মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মানবকন্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবু সুফিয়ান ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম চসিক মেয়র

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর