Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমুল তর্কের জেরে শাস্তি পেলেন হেড-সিরাজ

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩১ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪

মাঠে তর্কে জড়িয়ে জরিমানা গুনছেন হেড-সিরাজ

অ্যাডিলেড টেস্টে তাদের দুজনের তর্ক জমিয়ে তুলেছিল সিরিজের কথার লড়াই। ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজ অবশ্য সেই ঘটনার জন্য এবার শাস্তিও পাচ্ছেন। অপেশাদার আচরণের কারণে হেড ও সিরাজ দুজনেই পাচ্ছেন ডিমেরিট পয়েন্ট। ম্যাচ ফির একটি অংশ জরিমানাও করা হয়েছে সিরাজকে।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের হাতে এনে দিয়েছিলেন হেড। আগ্রাসী ব্যাটিংয়ের পর সিরাজের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের দিকে হাটা দিয়েছিলেন তিনি। তবে ক্রিজ ছাড়ার আগেই সিরাজের সাথে একচোট তর্ক হয়ে যায় তার। দুজনের এই তর্ক বেশ উত্তাপ ছড়িয়েছে দুই স্কোয়াডেই।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে একে অন্যকে দোষারোপ করেছেন হেড-সিরাজ। দুজনেই বলছেন, সেধে তর্ক করতে এসেছিলেন অন্যজন। এমন আচরণে শাস্তি পেতে যাচ্ছেন এই দুই ক্রিকেটার, এটা অনেকটাই অনুমেয় ছিল।

শেষ পর্যন্ত হয়েছেও সেটাই। হেড-সিরাজ দুজনকেই কোড অফ কনডাক্ট ভঙ্গ করার অভিযোগে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। আইসিসি জানিয়েছে, দুজনেই পাচ্ছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। গত দুই বছরের মাঝে এটিই তাদের দুজনের প্রথম ডিমেরিট পয়েন্ট।

হাত দেখিয়ে হেডকে প্যাভিলিয়নে ফিরতে বলায় সিরাজ অবশ্য একটু বাড়তি শাস্তিও ভোগ করবেন। তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। হেড ও সিরাজ নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ট্রাভিস হেড মোহাম্মদ সিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর