Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিদেশি মদ ও ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়া বঙ্গজপাড়ায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক তরিকুল ইসলাম দৌলাতদিয়া বঙ্গজপাড়ার আহসান হাবীবের ছেলে।

জানা গেছে, ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে যৌথ অভিযান চালায়। তল্লাশি করে তার বাড়ি থেকে চার বোতল বিদেশি মদ ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক কারবারি তরিকুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা ফেনসিডিল বিদেশি মদ মাদক কারবারি আটক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর