Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত শেখ হাসিনার আমলে সোনার ডিম পেত, এখন পাচ্ছে না’

স্পেশাল করসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২০:২৮

জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনি পথ নকশা শীর্ষক সেমিনার।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনার শাসন আমলে ভারত সরকার প্রতিদিন সোনার ডিম পেয়েছে, এখন আর পাচ্ছে না। তাই ভারত সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারত কিছুই করতে পারবে না।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনি পথ নকশা’ শীর্ষক সেমিনারে আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। রাষ্ট্র ভাবনা ও কাঙ্খিত বাংলাদেশ ব্যানারে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এরশাদ শাসন আমলের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যে ও সভাপতি মাহামুদুর রহমান মান্না, মেজর জেনারেল (অব.) আ. ল. ম ফজলুর রহমান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সচিব আবু আলম শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নামজুল আহসান কলিম উল্লাহ, সাবেক মেজর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন মুক্তি চিন্তা বাংলাদেশের নেতা আবুল কাসেম হায়দার, রাষ্ট্রভাবনার সদস্য সচিব নুরুল কাদের সোহেল, সাবেক এমপি রফিকুল ইসলাম হাফিজ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার মেহেদি, বাংলাদেশ লায়ন্সের গর্ভনর এরশাদ রানা।

সেমিনারে আসাদুজ্জামান রিপন বলেন, ‘দেশ ও জাতির সংকট মুর্হুত মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্য হয়েছে। এরপর থেকে ভারত অনেকটা নমনীয় বলে প্রতীয়মান হচ্ছে। যে কোনো মুহুর্তে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই সামনে এগোতে পারে না।‘

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশ ও জাতির আকাঙ্খা একটি সুন্দর নির্বাচন। নির্বাচন ব্যবস্থা ভাল হলে একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে। আমরা আশাকরি সরকার সেদিকে নজর দিবে। সংস্কার হলো রুটিন মাফিক কাজ। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বড় সংস্কার দরকার।’

বিজ্ঞাপন

রিপন আরও বলেন, ‘রাজনীতিবীদরা সব সময় ভাল কথা বলে তবে ক্ষমতায় গেলে সেসব কথা ভুলে যায়। ভুলে যাওয়ার কারণে আজ গণতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হয়।’

তিনি বলেন, ‘সংস্কার প্রস্তাব নিয়ে ২০১৬ সালে বিএনপি সংস্কারের জন্য প্রস্তাব রেখেছে। আর সরকার পতনের জন্য বিএনপি রাজপথে লড়াই অব্যাহত রেখেছিল। ছাত্ররা যে বলে তারা মাঠে নামার পর সরকার পতন হয়েছে তা নয়। রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে বলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। অর্থাৎ সবার অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছে। অথচ আজকে আন্দোলন নিয়েও কথা উঠেছে।

এবি পার্টির সদস্য সচিব বলেন, ‘আমরা বলি ঐক্যবদ্ধ হয়েছি। আসলে কি ঐক্যবদ্ধ হয়েছি? আমার মনে হচ্ছে সামনে আরেকটি বিপ্লব অপেক্ষা করছে।’

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগামীতে যারা ক্ষমতায় বসবে। সেই ক্ষমতাবানদের শরীরে যে শেখ হাসিনার রক্ত থাকবে না, সেই নিশ্চিয়তা আমরা কেউ দিতে পারি না। সেজন্য আরেকটি বিপ্লবের মাধ্যমে পরির্বতন করা প্রয়োজন।’

তিনি ভারত প্রসঙ্গে বলেন, ‘ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া উচিত, একই সঙ্গে মোদিকেও। আর তা না হলে ভারত ভেঙ্গে কয়েক খণ্ড হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনি পথ নকশা বিএনপির ভাইস চেয়ারম্যান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর