Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের ঘোষণা চবি প্রশাসনের

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১১

চট্টগ্রাম ব্যুরো: মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চবি উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার জন্য আমরা আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা শেষ হলে পর্যায়ক্রমে নিরাপত্তাকর্মীদেরও ডোপ টেস্ট নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে যে ব্যয়বহুল খরচ, সেটা কমিয়ে আনার জন্য আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি।’

ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক চবি’র জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘১২ ডিসেম্বর আমরা এএফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করব। আমরা এ কাজটি করব সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে, কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়। আমরা মাদক থেকে শিক্ষার্থীদের উত্তরণের জন্য এ উদ্যোগ নিয়েছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, চবি’র শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, বিশ্ববিদ্যালয় মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

সারাবাংলা/এমআর/ইআ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডোপ টেস্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর