Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭

সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ঢাকা: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। এ জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দেশটি।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

বিজ্ঞাপন

বৈঠকে অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক চায়।’

তিনি বলেন, ‘আমরা অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব। যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ।’

তিনি আরও বলেন, ‘পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না, এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিত এবং সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি।’

সংখ্যালঘু ইস্যুতে বিক্রম মিশ্রি বলেন, ‘নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ইতিবাচক সম্পর্ক বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর