Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের উদ্দেশে মান্না
ক্রিকেটার ফুটবল খেলতে গেলে জিরো হয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেছেন, রাজনীতিতে অনেক কথা বলতে হয়। তাই বলছি, ক্রিকেটার যদি ফুটবল মাঠে ফুটবল খেলতে যায়, তাহলে সে জিরো হবে। বিষয়টি সবাইকে বিবেচনায় রাখতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার সিঁড়ি হবে। সেজন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে সংস্কার করে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিন।

সোমবার (৯ ডিসেম্বর) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনি পথ নকশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র ভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ ব্যানারে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এরশাদ শাসন আমলের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না সরকারকে উদ্দেশে বলেন, ‘আপনাদের হানিমুনের সময় শেষ হয়েছে। চার মাস আপনাদের ক্ষমতার বয়স। এই সময়ের মধ্যে আপনারা গুণগত একটি সংস্কারের কাজও দেখাতে পারেননি। পুলিশ প্রশাসন অকার্যকর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের বাইরে। এখনো নিয়ন্ত্রণে আনতে পারেননি। সরকারের উপদেষ্টাদের মধ্যেই সমন্বয় ফিরিয়ে আনতে পারেননি।’

প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্বৃতি দিয়ে মান্না বলেন, ‘‘আমারা কথা না শুনলে আমি চলে যাব’- এখানে আবেগ নিয়ে কথা বললে চলবে না। পলিটিশিয়ানরা আবেগ নিয়ে কথা বলেন না। আমাদের অর্থাৎ, রাজনৈতিক দলগুলোকে বিপদে পড়লে ডাকা হয়। পরামর্শ দিলে পরামর্শ নেন না।’

তিনি আরও বলেন, ‘আমি ৫ আগস্টকে বিপ্লব বলি না। শেখ মুজিবুর রহমান ভালো শাসক ছিলেন তাও মনে করি না। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী কী ভুল করেছেন, জনগণ তাও জানতে চায়; জানা দরকার। শেখ হাসিনা কী ভুল করেছেন তা জনগণ জেনেছে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করেছে।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, ‘শেখ হাসিনার পতনের জন্য ২০১৬ থেকে আমরা আন্দোলন করেছি, বিএনপিও করেছে। বিএনপি বড় দল। সেজন্য জনগণের প্রত্যাশা দলটির ওপর বেশি। কিন্তু বিএনপি যদি চাইতো শেখ হাসিনার পতন ঘটাতে, পারতো? শেষে ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। কারণ, শেখ হাসিনাকে আন্দোলনের ভাষা বুঝতে দেয়নি ছাত্ররা।’

ভারত প্রসঙ্গে মান্না বলেন, ‘ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কেন? বাংলাদেশ ভারতের চেয়ে অনেক ভালো আছে। আজ আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি।’

সেমিনারে মেজর জেনারেল (অব.) আ.ল.ম ফজলুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশ সামনে না এগিয়ে পেছনের দিকে হাঁটছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সরকারের সময় অর্থাৎ, জিয়াউর রহমানের শাসনামলে স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠা করা হয়। ওই সময় আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও শাহ আজিজের মতো লোককে স্যালুট করতে হয়েছে। শেখ মুজিবুর রহমান তার শাসনামলে অনেক ভুল করেছেন।’

তিনি বলেন, ‘শেখ মুজিব পুলিশকে জনবিচ্ছিন্ন করেছেন। অনেক লোককে হত্যা করেছেন। আবার জিয়াউর রহমানও অনেক সেনা অফিসার ও সদস্যদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। খালেদা জিয়ার শাসনামলেও অনেক ভুল কাজ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের সবকিছু নতুনভাবে মূল্যায়ন করতে হবে। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য জতীয় ঐক্য হয়েছে। এখন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত নেওয়া হোক। কারণ, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলে দেশ দুর্বল হবে।’

সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন বলেন, ‘দেশ স্বাধীন করার পেছনে বঙ্গবন্ধুর পদক্ষেপ অস্বীকার করার সুযোগ নেই। বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেছিল। এসব অস্বীকার করার সুযোগ নেই। তাই বর্তমান পরিস্থিতিতে দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ করা হবে সরকারের বুদ্ধিমানের কাজ।’

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামন রিপন, সাবেক এমপি রফিকুল ইসলাম হাফিজ, হাবিবুর রহমান হাবিব, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সচিব আবু আলম শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সাবেক মেজর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, মুক্তচিন্তা বাংলাদেশের নেতা আবুল কাসেম হায়দার, রাষ্ট্রভাবনার সদস্য সচিব নুরুল কাদের সোহেল, ব্যারিস্টার মেহেদি, বাংলাদেশ লায়ন্সের গর্ভনর এরশাদ রানা প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ক্রিকেটার টপ নিউজ ফুটবল মাহমুদুর রহমান মান্না সেমিনার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর