Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলায় জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারাবাংলার করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন-

যশোর: যশোরে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। যশোরে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক-টিআইবি’র উদ্যোগে দিবসটি পালিত হয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষে সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় যশোর দুদকের উপপরিচালক মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান ও সনাক সভাপতি অধ্যাপক শাহীন ইকবাল।

এসময় বক্তারা সাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দিবস উপলক্ষ্যে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর টাউন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

মানববন্ধন শেষে বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপপরিচালক মো. জাহিদ কামাল। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও সচেতন নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ জহুরুল আলম।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি এ আয়োজন করে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো হাছান চৌধুরী, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ও সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কক্সবাজার: কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।
সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

সারাবাংলা/এসআর

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কক্সবাজার কিশোরগঞ্জ খাগড়াছড়ি যশোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর