Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 অবকাঠামো উন্নয়নে অতিরিক্ত ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫

ঢাকা : সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে অতিরিক্ত অর্থায়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ঋণ মূলত দেশের বেসরকারি আর্থিক ইউনিটগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।

সোমবার ( ৯ ডিসেম্বর) সংস্থাটির বোর্ডসভায় এই ঋণ অনুমোদন দেয়া হয়েছে বলে এডিবির ঢাকা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং আশা প্রকাশ করেছেন যে, প্রকল্পটি বাংলাদেশের বেসরকারি খাতের অর্থায়নে অনুঘটক হিসেবে কাজ করবে। অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি মোকাবেলায় সরকারী অর্থায়নের ওপর চাপ কমাতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। বাংলাদেশের জন্য ঋণটি লিঙ্গ এবং জলবায়ু পরিবর্তনের উপর দৃঢ় ফোকাসসহ, পিপিপি সংগঠনের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগকে সমর্থন করবে। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এখন অর্থনৈতিক পরিবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক ক্রান্তিকাল অতিবাহিত করছে। একটি রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়ন, প্রাথমিকভাবে সরকারি খাতের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু এ ক্ষেত্রে সীমিত সম্পদ এবং বাস্তবায়ন সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সরকারকে। অবকাঠামো বিনিয়োগের একটি প্রধান বাধা হল স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি ঋণ তহবিলের ঘাটতি।

এডিবির এ ঋণের উদ্দেশ্য হচ্ছে- বিআইএফএফএলকে দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদান করা। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলি সমাপ্ত করার সুবিধা দেওয়ার মাধ্যমে অর্থায়নের ঘাটতি পূরণ করা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আরএস

এডিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর