Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২

বিস্ফোরণের ফলে একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) গভীর রাতে বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। তার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে মরদেহগুলো।

বোমা হামলায় নিহতরা হলেন, মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন শেখ।

জানা গেছে, গভীর রাতে তীব্র শব্দে কেঁপে উঠে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রাম। বিস্ফোরণের পর সাদা ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়ে। এতে করে ঐ বাড়িতে ধ্বংসস্তূপের নিচে পরে তিনজন নিহত হয়েছে।

পরে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাগরপাড়া থানায়। স্থানীয় লোকজন ও পুলিশ মিলে তিনজনের দেহ ভাঙা বাড়ির ভেতর থেকে উদ্ধার করে। তাদের মুর্শিদাবাদ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই তিনজনকে মৃত বলে ঘোষণা দেন।

ডোমকল মহকুমার পুলিশ কর্মকর্তা রসপ্রিত সিং ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘তিনজনকে উদ্ধার করা হয়েছিল। তাদের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কী কারণে এই বিস্ফোরণ ঘটলো।’

সারাবাংলা/এইচআই

বোমা বিস্ফোরণ ভারত মুর্শিদাবাদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর