Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক চলছে পদ্মায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৩০

ঢাকা: বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। চলমান ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শীর্ষক এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন, ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) সকালেই ভারতের সচিব বিক্রম মিশ্রি ঢাকা পৌঁছানোর পর ১১টার দিকে শুরু হয়েছে সচিব পর্যায়ের এই বৈঠক। এতে দুই দেশের মধ্যেকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এর আগে সকালে বিক্রম মিশ্রি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান। এরপর পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। দুই সচিব একান্ত কিছু সময় কাটানোর পর শুরু হয়েছে এফওসি বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক দূরত্ব কমিয়ে আনার বিষয়ে জোর দেওয়া হবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। এ ছাড়া বৈঠকে বাণিজ্য, সংযোহ, সীমান্ত হত্যা, পানিবণ্টন ছাড়াও অন্যান্য বিষয় তোলা হবে।

অন্যদিকে দিল্লির পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হতে পারে।

সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ সোমবার রাতেই তিনি দিল্লি ফিরে যাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আরএস

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর