Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার সংস্কার কমিশনে মতামত দেওয়ার সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১২:৪০

ঢাকা: বিচার বিভাগ সংস্কার সম্পর্কিত বিষয়ে অংশীজনদের মতামত দেওয়ার সময়সীমা ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন রোববার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিশনের সচিব এ ই এম ইসমাইল হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী বা অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট অংশজনদের সেসব প্রশ্নমালা পূরণ করে মতামত দেওয়ার সময়সীমা ১২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। নির্ধারিত প্রশ্নমালার বাইরে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে প্রস্তাবের সফট কপি কমিশনের ই-মেইলে ([email protected]; [email protected]) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) পাঠানো যাবে।

বিজ্ঞাপন

এর আগে, ২৩ নভেম্বর কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অংশীজনদের মতামত নিতে ওয়েবসাইট চালু করা হয়েছে। সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে কমিশনের ই-মেইল ও ঠিকানায় ৭ ডিসেম্বরের মধ্যে, তা পাঠানো যাবে।

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ নামের আট সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে গত ৩ অক্টোবর। আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে কমিশনের প্রধান করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিচার সংস্কার কমিশন মতামত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর