Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৫

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) গুরুতর আহত হন।

রোববার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল আরোহী আইয়াফ রহমান আদি জানান, তাদের বাসা তেজগাঁ শাহিনবাগ এলাকায়। শাকিল হোসেন তার বন্ধু। রাতে শাহিনবাগ থেকে মোটরসাইকেলে করে শাহবাগ যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাকিল। কারওয়ান বাজারে হঠাৎ করে ওই ব্যক্তি মোটরসাইকেলের সামনে চলে আসেন। তখন মোটরসাইকেল জোরে ব্রেক করলে ওই ব্যক্তি ও শাকিল ছিটকে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে ওই ব্যক্তি মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

অজ্ঞাত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ ক্যাম্পের ইনচার্জ।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অজ্ঞাত ব্যক্তি ধাক্কা নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর