Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত: প্রধান উপদেষ্টার প্রেসউইং

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২১:০৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০০:২২

ঢাকা: আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে বলে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব বক্তব্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনের বিষয়ে ঘোষণা প্রধান উপদেষ্টাই দেবেন।’

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এক অনুষ্ঠানে বলেছিলেনন, ‘আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখতে পারি।’

এটিকে শিক্ষা উপদেষ্টা ব্যক্তিগত মত বলেও উল্লেখ করেন। তবে তার বক্তব্যের পরই ফের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও আগামী বছর ভোট হতে পারে উল্লেখ করেছিলেন এক টিভি অনুষ্ঠানে। সে বারও প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছিল, ওই বক্তব্য আইন উপদেষ্টার ব্যক্তিগত, ভোটের তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টাই করবেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর ফেসবুকের প্যারেন্টস কোম্পানি মেটা নিয়েও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে সেগুলো মেটা থেকে সরাতে আলোচনা হয়েছে মেটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া শেষ হতে হবে। বিচারের প্রক্রিয়া শেষ হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কথা বলবে সরকার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এতে তাদের লাভ।’

সারাবাংলা/জিএস/এসআর

নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর