Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাজল’ মিলিয়ে যাত্রা শুরু এনসিএল টি-টোয়েন্টির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০২:১৩

উন্মোচিত হলো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢুকলে ব্যাট-বলের ‘ঠাক-ঠাক’-এর চেয়ে নির্মাণকর্মীদের হাতুড়ি-শাবল চালানোর আওয়াজ, ড্রিল মেশিনে ছিদ্র করার কর্কশ গর্জনই ইদানিং বেশি শোনা যায়। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিগ্রেডের অধীনে চলছে হোম অফ ক্রিকেটের সংস্কার কাজ। সেসব আজ থেমে গেল বিকেল গড়াতেই। শহীদ জুয়েল স্ট্যান্ডের ঠিক সামনে সাজানো হয়েছে মঞ্চ। সাউন্ড সিস্টেমের আয়োজনও মন্দ নয়। উপলক্ষ্য জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের ট্রফি উন্মোচন। 

বিজ্ঞাপন

বিকেল চারটায় ট্রফি উন্মোচনের কথা থাকলেও অনুষ্ঠান শুরু হলো এক ঘণ্টা দেরিতে। সংবাদকর্মী থেকে শুরু করে আয়োজক সদস্যরা; সবাই ব্যস্ততা ভুলে আড্ডাতেই মশগুল ছিলেন। তবে সঞ্চালক মঞ্চে উঠে সবার দৃষ্টি আকর্ষণ করতেই আড্ডায় ছন্দপতন। একে একে ডেকে নিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু-সহ টুর্নামেন্টের স্পন্সর করা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের। 

বিজ্ঞাপন

ট্রফি উন্মোচনের আগে মঞ্চে ডাক পড়ল অংশগ্রহণকারী আট দলের আট প্রতিনিধির। দলীয় অধিনায়কদের মধ্যে কেবল উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোর নাঈম শেখ, বরিশাল বিভাগের সোহাগ গাজী ও চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বি। বাকি পাঁচ দলের অধিনায়কের কেউই উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে। 

বিসিবি কর্মকর্তা ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ট্রফিসহ ক্রিকেটারদের ফটোসেশন

রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বদলে এসেছেন প্রীতম কুমার। খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান ও ঢাকা বিভাগের অধিনায়ক সাইফ হাসান এখনো দেশে ফেরেননি গ্লোবাল সুপার লিগ খেলে। সোহানের বদলি হিসেবে ছিলেন জিয়াউর রহমান, সাইফের জায়গায় ঢাকার প্রতিনিধিত্ব করেছেন সুমন খান। সিলেট অধিনায়ক জাকির হাসানও জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে, তার পরিবর্তে আসেন অমিত হাসান।

আট দলের মধ্যে তিন অধিনায়ক ও বাকি পাঁচ প্রতিনিধিকে নিয়ে একটু ভিন্ন আঙ্গিকেই হলো ট্রফি উন্মোচন। মঞ্চের ঠিক মাঝখান বরাবর পেছন দিকটায় রাখা হয়েছিল বাংলাদেশের একটি ছোট একটি মানচিত্র। অনেকটা ‘পাজল’ মেলানো খেলার আদলেই সাজানো সেটা। বাংলাদেশের মানচিত্রে সিলেট, চট্টগ্রাম কিংবা বরিশালের অংশটুকু দেখতে যেমন, নিজ দল কিংবা বিভাগের ঠিক সেই আকৃতি ও মাপের অংশটুকু নিয়ে প্রতি দলের একজন করে সেই খাপে বসিয়ে সম্পূর্ণ করেছেন পুরো মানচিত্র। মিলিয়েছেন পাজল। তবে ট্রফি উন্মোচনে আট দলের প্রতিনিধি ফটোসেশনে অংশ নেন একই রঙের জার্সি পরে।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি

লাউড মিউজিক আর মিইয়ে আসা দিনের আলোতে উন্মোচিত হয় সোনালী ট্রফি। দেখতে অনেকটা ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের আদলে বানানো এই ট্রফির ওপরের দিকে রয়েছে আটটি তাড়া, যা নির্দেশ করছে অংশগ্রহণকারী আট দলকে। জানা গেছে, এই টুর্নামেন্টের প্রতি মৌসুমের চ্যাম্পিয়ন দল নিজেদের কাছে রাখতে পারবে শিরোপাটি।

আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি-টোয়েন্টির পর্দা নামবে ২৪ ডিসেম্বর। ৩২ ম্যাচের এই  টুর্নামেন্টের ভেন্যু সিলেট। আট দল প্রতিদ্বন্দ্বিতা করবে দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়াম মিলিয়ে। 

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর