Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২ দেশের ব্যবসায়িক মন্দায় ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২২:৩৮

ঢাকা: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুই দেশের ব্যবসায়িক মন্দা ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আশা করি এই অচলাবস্থা কাটিয়ে উঠা সম্ভব।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘৪০তম সার্ক চার্টার দিবস’ উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক-পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পারস্পরিক যোগাযোগ স্থাপন, দেখা-সাক্ষাৎ গুরুত্বপূর্ণ মনে করে তিনি বলেন, ‘দুই-তিন মাস যাবত দুই দেশের মধ্যে ব্যবসায় যে মন্দা যাচ্ছে, সেটা শুধু বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে না, বড় অর্থনীতির দেশ ভারতকেও করছে। আনুপাতিকভাবে পরিমাণ হয়ত অতো বেশি না, এফেক্ট কিন্তু করছে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন আগামীকাল (সোমবার) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করবেন। এটা একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম। এটা অস্বাভাবিক কিছু না। পররাষ্ট্র সচিব পর্যায়ে প্রতিবছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন। এটাকে ফরেন অ্যাফেয়ার্স কনসাল্টেশন বলা হয়। এটা দীর্ঘদিন যাবত চলছে।’

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে উল্লেখ মো. তৌহিদ হোসেন বলেন, ‘নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে সম্পর্ককে এগিয়ে নিতে আমাদেরকে চেষ্টা করতে হবে।’

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ বলেন, ‘সার্কের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত ইতিবাচক। তিনি চান এটার মাধ্যমে আমরা আবার আঞ্চলিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, তবে এটা আমাদের শুরু করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমপি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ ভারত সম্পর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর