ঢাবিতে মাঠের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২২
৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২২
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে নবজাতকের বয়স হবে আনুমানিক একদিন।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে শারীরিক শিক্ষা মাঠের প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ জানান, দুপুরে সংবাদ পাই শারিরিক শিক্ষা মাঠের পাশে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। মেয়ে নবজতকের বয়স হবে আনুমানিক একদিন। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। এ সময় নবজাতকটি একটি কাপড় দিয়ে মোড়ানো একটি কাপড়ের ব্যাগের মধ্যে ছিল।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম