Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসাদ পালালেও পালাননি সিরিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মেদ গাজি আল-জালালি। ছবি: সংগৃহীত

আসাদ সিরিয়া ছেড়ে পালালেও দেশটিতে এখনো অবস্থান করছেন প্রধানমন্ত্রী মোহাম্মেদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে নিজ বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে তিনি রাজি বলেও জানিয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার (৮ ডিসেম্বর) দেশত্যাগ করেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক গাড়িতে করে এবং পায়ে হেঁটে এসে আসাদের দেশত্যাগ উদযাপন করছে। সেইসাথে স্বাধীনতা বলে স্লোগান দিচ্ছেনও তারা।

দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘাজি জালালি জানিয়েছেন, তিনি সিরিয়া ছেড়ে যাবেন না এবং বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। তিনি বলেন, জনগণ যাকেই বেছে নেবে আমরা তাকে সহযোগিতা করতে প্রস্তুত।

আল জাজিরা সংবাদমাধ্যমটি তার লাইভ নিউজে জানিয়েছে, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান। জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের সাথে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ২০০৩ সালে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি বহু সরকারি স্থাপনা থেকে লুটতরাজের ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/এনজে

আসাদ প্রধানমন্ত্রী মোহাম্মেদ গাজি আল-জালালি সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর