Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে ৬ সেনা ও ২২ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার (৭ ডিসেম্বর) আফগান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘর্ষে ছয়জন পাকিস্তানি সেনা এবং ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসলামপন্থি যোদ্ধারা ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ওয়াজিরিস্তান এবং এর আশেপাশের এলাকায় অভিযান চালানোর পর এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি তিনটি জেলার বিভিন্ন স্থানে হয়েছে।

বিজ্ঞাপন

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), যা পাকিস্তান তালিবান নামেও পরিচিত, দাবি করেছে যে তাদের যোদ্ধারা একটি নিরাপত্তা চৌকিতে আক্রমণ চালিয়ে ওই সেনাদের হত্যা করেছে। তবে তারা সংঘর্ষে কতজন সন্ত্রাসী নিহত হয়েছে, তা উল্লেখ করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি তাদের হামলার তীব্রতা বৃদ্ধি করেছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে।

টিটিপি বিভিন্ন সুন্নি ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর একটি ছাতার সংগঠন, যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারকে উৎখাত করে কঠোর ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিটিপি আফগান তালিবান থেকে আলাদা হলেও, তারা আফগান তালিবানের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

প্রসঙ্গত, টিটিপির কার্যক্রম আফগানিস্তানে তালিবান সরকারের ক্ষমতা দখলের পর থেকে আরও সক্রিয় হয়ে উঠেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর, আফগানিস্তান তালিবান পাকিস্তান তালিবানকে কৌশলগত সহায়তা প্রদান করছে বলে ধারণা বিশ্লেষকদের।

ওয়াজিরিস্তান এবং পার্শ্ববর্তী এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের কেন্দ্রবিন্দু। টিটিপির সাম্প্রতিক হামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে এবং সীমান্তবর্তী অঞ্চলে স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নিহত পাকিস্তান সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর