Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে সিরিজ জয়ের মিশনে ‘নতুন বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১৩:২৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০২:৩০

ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সফরের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে বাজেভাবে হেরে সিরিজ হারের শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ হার এড়িয়েছিল মিরাজ বাহিনী। টেস্ট সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে সেন্ট কিটসে প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। সাকিব-শান্ত-মুশফিক ছাড়া নতুন বাংলাদেশ কি পারবে সিরিজ জয়ের উল্লাসে ভাসতে?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ৪৪ ম্যাচে। দুই দলই জিতেছে ২১টি করে ম্যাচ, ২টি ম্যাচের ফলাফল আসেনি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে ক্যারিবিয়ানদের চেয়ে। শেষ ১১ ম্যাচের সবকয়টিতেই জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সবশেষ জয় এসেছিল ২০১৮ সালে।

পিচ ও কন্ডিশন

সেন্ট কিটসের পিচ বরাবরই পেসারদের বাড়তি সুবিধা দেয়। আজও পেস বান্ধব পিচই দেখা যেতে পারে এই ভেন্যুতে। দুই দলের একাদশেই থাকবে পেসারদের দাপট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই খেলাতে পারে তিন পেসার ও দুই স্পিনার।

বাংলাদেশ একাদশে পের আক্রমণে থাকতে পারেন তাসকিন, শরিফুল ও নাহিদ। স্পিন আক্রমণে মিরাজের সাথে থাকার সম্ভাবনা আছে নাসুম কিংবা রিশাদের।

দলের খবর

সফর শুরুর আগেই একের পর এক ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ। সাকিব এই সিরিজে খেলবে না, সেটা জানা গিয়েছিল আগেই। মুশফিক-শান্ত-হৃদয় তিনজনই ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলে বেশ বিপাকেই পড়ে বাংলাদেশ। মিরাজের অধীনে অনেকটাই নতুন বাংলাদেশ নিজেদের একাদশ গুছিয়ে নিচ্ছে তরুণদের দিয়েই।

টেস্টের সাফল্যের পর ওয়ানডে স্কোয়াডে নতুন করে যোগ হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। রংপুর রাইডার্সের হয়ে হয়ে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য সরকার ওয়ানডেতে বাংলাদেশ দলের বড় ভরসা হতে পারেন। এছাড়াও স্পিনার রিশাদ ও পেসার তানজিম সাকিব দলের সাথে যোগ দিয়েছেন লিগ শেষ করে।

বাংলাদেশের মতো ইনজুরিতে জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ শিবিরও। স্কোয়াড ঘোষণার পরপরই সিরিজ থেকে ছিটকে যান ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। প্রথম ওয়ানডের কয়েক ঘণ্টা আগে ইনজুরিতে সিরিজ শেষ হয়ে গেছে হেটমায়ারেরও। স্কোয়াডে তাই বাধ্য হয়েই তিন পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফি প্রস্তুতি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর। টুর্নামেন্ট শুরুর আগে এই শেষবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই সিরিজটি তাই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। সাকিব-শান্ত-মুশফিক-হৃদয়দের ছাড়াই তাই প্রস্তুতিটা সারতে হবে বাংলাদেশকে।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ- সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ- ব্র্যান্ডন কিং, এভিন লুইস, শাই হোপ (অধিনায়ক), রস্টন চেজ, গুদাকেশ মর্টি, আলজারি জোসেফ, জেডান সেলস, জেডিয়া ব্লেডস, জাস্টিন গ্রেভস, শেরফান রাদারফোর্ড, কেসি কার্টি।

সারাবাংলা/এফএম

নতুন বাংলাদেশ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর