Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হেটমায়ারের

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৩

সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন হেটমায়ার

বাংলাদেশের বিপক্ষে আজ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ শুরুর আগে আরো একটা ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। অসুস্থতায় গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন দলটির আগ্রাসী বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার। তার বদলি হিসেবে ওয়ানডে দলে ডাকা হয়েছেন অ্যালিক অ্যাথানেজকে।

সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শুরুর এক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে হেটমায়ারের নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন উইন্ডিজ ক্রিকেট। তবে তার অসুস্থতার ধরন নিয়ে কিছু জানায়নি উইন্ডিজ বোর্ড।   

বিজ্ঞাপন

হেটমায়ারের চোট আবারও ওয়ানডে দলের দরজা খুলে দিল অ্যাথানেজের জন্য। গত বছর অভিষেকের পর এখন পর্যন্ত ১২ ওয়ানডে খেলা এই বাঁহাতি রান করেছেন ২৯৯। ফিফটি আছে দুটি। তবে ধারাবাহিকতার অভাবে বাদ পড়েন সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে। 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত উইন্ডিজের স্কোয়াডে এটি তৃতীয় পরিবর্তন। চোটের কারণে ছিটকে পড়া শামার জোসেফ ও ম্যাথু ফোর্ডের জায়গায় দলে ডাকা হয়ে মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডসকে। 

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর