Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
দুর্দান্ত বেলিংহাম-এমবাপেতে বার্সার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১০:১১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৭

জিরুনাকে হারিয়ে বার্সাকে ছোঁয়ার দ্বারপ্রান্তে রিয়াল

অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারে শীর্ষে ওঠার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছিলেন তারা। গত রাতে রিয়াল মাদ্রিদের সেই স্বপ্নের পালে আবার হাওয়া লেগেছে। নিজেদের ম্যাচে রিয়াল বেটিসের সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সা। এই সুযোগটা দারুণভাবেই কাজে লাগালো রিয়াল মাদ্রিদ। বেলিংহাম-এমবাপের দুর্দান্ত গোলে জিরুনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে বার্সার সাথে ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছেন তারা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। তবে রিয়াল-জিরুনা রক্ষণভাগ প্রতিপক্ষের ফরোয়ার্ডদের গোল করতে দেয়নি। অবশেষে ৩৬ মিনিটে ডেডলোক ভাঙে রিয়াল। দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহাম। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিজ্ঞাপন

বিরতির পর আরও বিধ্বংসী রূপে আবির্ভূত হয় ডিফেডিং চ্যাম্পিয়নরা। গোলের সুবর্ণ সুযোগ পেয়েও নষ্ট করেছেন এমবাপে ও চুয়ামেনি। তবে ৫৫ মিনিটে লিড দ্বিগুণ করেন আরদা গুলার। বেলিংহামের অ্যাসিস্টে গোল করে উল্লাসে মাতেন তিনি।

৬২ মিনিটে অবশেষে গোলে দেখা পান এমবাপে। মদ্রিচের পাসে বল পেয়ে চোখ ধাঁধানো এক ফিনিশিংয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি তারকা। ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল। তবে শীর্ষে থাকা বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। নিজেদের পরের ম্যাচ জিতলেই বার্সাকে টপকে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করবে রিয়াল।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর