ঢাবিতে উচ্চস্বরে স্পিকার-মাইক-হর্ন বাজানো নিষিদ্ধ
৮ ডিসেম্বর ২০২৪ ০০:০১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চস্বরে স্পিকার-মাইক-গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শবিনার (৭ ডিসেম্বর) রাত ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬ ঘটিকার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/ মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
আরও পড়ুন: ভিসির বাংলোর সামনে গান বাজিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
এর আগে, ঢাবির বেগম রোকেয়া ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে উচ্চস্বরে গান-বাজনা ও মাইকিংয়ের প্রতিবাদে ভিসির বাংলোর সামনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত করতে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।
সারাবাংলা/এআইএন/পিটিএম