Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে পাকিস্তানিদের ভিসানীতি শিথিল, ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ২২:৩৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০০:২৩

ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় পতাকা।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পরিবর্তনের মধ্যে অন্তর্বর্তী সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রয়োজনীয়তা তুলে নিয়েছে। বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা।

শনিবার (৭ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে নিরাপত্তা জনিত কারণে সিকিউরিটি ক্লিয়ারেন্স যুক্ত করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত ২ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষেবা বিভাগ (এসএসডি) এই শর্ত তুলে নেওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ৩ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার একদিন আগে এই পরিবর্তন আসে। বিশেষ করে নভেম্বর মাসে বাংলাদেশ সরকার করাচি থেকে সরাসরি চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার পর থেকে এটা নিয়ে কথা বলা হচ্ছিল।

এনডিটিভির দাবি, বিএনপি ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বরাবরই ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

ধারণা করছে, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাংলাদেশের প্রশাসন ইঙ্গিত দিচ্ছে তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারতকেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না। তবে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ফলে ভারত তার উত্তর-পূর্ব অঞ্চলে ‘চরমপন্থি’ গোষ্ঠীগুলোর কার্যক্রম বাড়ার আশঙ্কা করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনগুলোর ফলে এই অঞ্চলে নিরাপত্তা হুমকি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এইচআই

বাংলাদেশ-পাকিস্তান বাংলাদেশ-ভারত ভারত

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর