Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলাবদ্ধতা ঠেকাতে খাল খনন কর্মসূচি চান চট্টগ্রামের মেয়র

স্পেশাল করসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বিএনপির দেওয়া নাগরিক সংবর্ধনায় চসিক মেয়র।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হাজার-হাজার কোটি টাকার প্রকল্প করে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। খাল-নালা যদি ভরাট থাকে, দখলমুক্ত ও পরিচ্ছন্ন না থাকে, তাহলে কোনোদিনও সমাধান হবে না। এজন্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটতে হবে। জনগণকে নিয়ে স্বেচ্ছাসেবার ভিত্তিতে খাল খনন কর্মসূচি নিতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বিএনপির দেওয়া এক নাগরিক সংবর্ধনায় মেয়র এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘জলাবদ্ধতা সমস্যার সমাধানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, কারণ জনসম্পৃক্ত কোনো পরিকল্পনা তারা নেয়নি। হাজার কোটি টাকা খরচ করে খাল-নালা বানাবেন, সেটা যদি জনগণ পরিস্কার না রাখে তাহলে সমস্যার সমাধান তো হবে না। জনসম্পৃক্ত প্রকল্প নিলে এ সমস্যার সমাধান অবশ্যই হতো।’

দেশের গণতন্ত্র উদ্ধারে জেল-জুলুমের মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ায় চন্দনাইশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলটির চন্দনাইশের নেতারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম চসিক মেয়র শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর