Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, ইউপি সদস্যসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর ও মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার এ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তারা দুইজনই রুবেল গ্রুপের সদস্য। আহতদের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে বলে জানা যায়।

রায়পুরা থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ এখনও পৌঁছাতে পারেনি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/ইআ

ইউপি সদস্য নিহত নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর