Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই থেকে আসা অভিনেত্রীর কাছে মিলল ৭০ লাখ টাকার সোনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৩০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

অনামিকা জুথী ও মোহাম্মদ রায়হান ইকবাল।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকার সোনাসহ দুবাইফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নাট্যাভিনেত্রী বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে পৌনে ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথভাবে তল্লাশি করে তাদের আটক করেছে।

বিজ্ঞাপন

আটক দুজন হলেন- ঢাকার মিরপুরের অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, আটক দুজনের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪৩ গ্রাম হাতের চুড়ি, চেইনসদৃশ নিখাঁদ সোনা এবং বাকি ১৯০ গ্রাম সোনার গহনা। এর বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

তিনি জানান, আটক দুজন মূলত ঢাকার যাত্রী ছিলেন। দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটে তারা চট্টগ্রাম পৌঁছান। এরপর গোপন তথ্যে তাদের আটক করে ঘোষণা বর্হিভূত সোনাগুলো উদ্ধার করা হয়।

ইব্রাহীম খলিল আরও জানান, অনামিকা দুইহাতে স্কচটেপ দিয়ে চুড়ি ও গলায় চেইনসদৃশ নিখাঁদ সোনাগুলো বহন করছিলেন। আর স্বর্ণালংকারগুলো তারা হাতব্যাগে নিয়েছিলেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, অনামিকা টিভি নাটকের একজন নিয়মিত অভিনেত্রী। তিনি এবং আটক রায়হান নিয়মিত মধ্যপ্রাচ্যে আসা-যাওয়া করেন। এভিয়েশন রুল অনুযায়ী তাদের আটকের পর নির্ধারিত গন্তব্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ফ্লাইটেই পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিমের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ইব্রাহীম খলিল জানান।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর