Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পথে

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ১২:২২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২১

টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বা বিক্রির মুখোমুখি করা আইনের বিরুদ্ধে আপিল খারিজ করেছে ফেডারেল আদালত। আইনটি ২০২৫ সালের শুরুতে কার্যকর হওয়ার কথা।

টিকটকের যুক্তি অনুযায়ী, এই আইন যুক্তরাষ্ট্রে তাদের ১৭০ মিলিয়ন ব্যবহারকারীর মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর প্রভাব ফেলবে এবং এটি অসাংবিধানিক। তবে আদালত এই আইনকে বৈধ ঘোষণা করেছে।

আইনটি অনুযায়ী, টিকটকের মালিকানার সঙ্গে চীনা রাষ্ট্রের সম্পর্ক রয়েছে। যদিও টিকটক এবং এর প্যারেন্ট কোম্পানি বাইটডান্স এই অভিযোগ অস্বীকার করেছে। টিকটক জানিয়েছে, তারা এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আপিল করবে।

মূলত বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রন মোকাবিলার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে বলে আদালত রায় দিয়েছে। এই আইন চীনের জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে আসা জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলার একটি অংশ।

টিকটকের মুখপাত্র বলেছেন, ‘আমেরিকান নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য সুপ্রিম কোর্টের ইতিহাস রয়েছে, এবং আমরা আশা করি তারা এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে সেটাই অবলম্বন করবে।’

তিনি আরও বলেন, আইনটি ভুল ও কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি এবং নিষেধাজ্ঞা হলে তা মার্কিন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দমন করবে।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় টিকটকের জন্য একটি সুযোগ হতে পারে। প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা ব্যর্থ হলেও, নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে, আইন কার্যকর হতে দেবেন না। তবে, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের একদিন আগেই এই আইন কার্যকর হওয়ার কথা।

বিজ্ঞাপন

এই মামলার রায়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম- মেটা, ইউটিউব এবং স্ন্যাপ ইতোমধ্যে টিকটক-পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সারাবাংলা/এনজে

আইন চীন টিকটক যুক্তরাষ্ট্র সামাজিক মাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর