Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর হাত ধরে কৃষি শ্রমিকের সংকট কাটছে উত্তরে

আমজাদ হোসেন মিন্টু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮

ধান কাটার পর সেই জমিতে এখন হচ্ছে আলুর আবাদ। আলুর ক্ষেতে পুরুষদের পাশাপাশি নারী কৃষি শ্রমিকরাও কাজ করছেন সমানতালে। সম্প্রতি বগুড়ার মাটিডালি এলাকা থেকে তোলা। ছবি: সারাবাংলা

বগুড়া: অগ্রহায়ণের মাঝামাঝি পেরোনো এই সময়টা ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুম। স্বাভাবিকভাবেই কৃষিপ্রধান এলাকায় এখন কৃষি শ্রমিকদের ব্যস্ততা। একই সময়ে অনেক এলাকাতেই চলছে আলু আবাদের মহাযজ্ঞ। এসব এলাকায় আলুর জমি তৈরি ও বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা।

ধান কাটা মৌসুমে কৃষিপ্রধান এলাকায় স্বাভাবিকভাবেই কৃষি শ্রমিকদের চাহিদা অনেক বেশি থাকে। ফলে অন্যান্য ফসল আবাদের জন্য শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ে। দেশের উত্তরাঞ্চলে কৃষিপ্রধান এলাকাগুলোতে এই সংকট কেটে যাচ্ছে নারী কৃষি শ্রমিকদের অংশগ্রহণে। বগুড়াসহ বিভিন্ন জেলায় নারী কৃষি শ্রমিকরাও সমানভাবে কাজ করছেন। এই মৌসুমে যেমন এখন বগুড়ার আলু ক্ষেতগুলোতে গেলেই চোখে পড়বে দলবেঁধে কাজ করছেন নারী শ্রমিকরা।

বিজ্ঞাপন

কৃষকরা বলছেন, আলু ক্ষেতে গত কয়েক বছর ধরেই নারী কৃষি শ্রমিকদের উপস্থিতি বাড়ছে। এতে ধান কাটার মৌসুমে আলু ক্ষেতে শ্রমিক সংকট কেটে গেছে। অন্যদিকে আগে থেকেই ধান মাড়াই ও সংরক্ষণে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য পরিমাণে। এখন ধান ক্ষেতে ধান আবাদের অন্যান ধাপেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। সব মিলিয়ে কৃষিশ্রমের বাজারে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছেন উত্তরের নারী শ্রমিকরা। তবে সমাজে নারী-পুরুষ বৈষম্যের মতো কৃষি শ্রমিকদের মধ্যেও নারীদের কম মজুরি পাওয়ার অভিযোগ রয়েছে।

বগুড়াসহ উত্তরের নারী শ্রমিকদের আগে শুধু ধান কাটার মৌসুমে মাড়াই বা সংরক্ষণের কাজে নিয়োজিত দেখা গেলেও এখন তাদের ব্যাস্ততা চোখে পড়বে ধান বা আলু ক্ষেত থেকে শুরু করে অন্যান্য শস্য ও সবজিসহ বিভিন্ন ফসল আবাদের নানা পর্যায়ে। ফসল আবাদের প্রায় সব প্রক্রিয়াতেই এখন নারী কৃষি শ্রমিকদের রয়েছে সরব উপস্থিতি। আলুর জমিতেও ক্ষেত পরিচর্যা থেকে শুরু করে বীজ বপন ও ফলন তোলার সময় নারী শ্রমিকদের দল বেঁধে কাজ করতে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

পৃথিবীর ইতিহাসে খাদ্যশস্য আবাদের সূচনাই নারীদের হাত ধরে। কালক্রমে বিবর্তনের পথ ধরে সেই কৃষি পুরুষদের হাতে চলে যায়। তবে বিভিন্ন দেশে সবসময়ই কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নারীরা। দেশেও কৃষি, বিশেষ করে খাদ্যশস্য আবাদে নারীদের অংশগ্রহণ ঐতিহ্যগতভাবেই দৃশ্যমান। তবে শস্য সংগ্রহ ও সংরক্ষণ ধাপেই গত কয়েক দশকে নারী কৃষি শ্রমিকদের উপস্থিতি বেশি দৃশ্যমান ছিল। ধানের ক্ষেত্রে যেমন মাড়াই ও সংরক্ষণ ধাপে কাজ করতে দেখা যেত নারীদের।

গত কয়েক বছরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এর বাইরেও আবাদের অন্যান্য ধাপে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বগুড়াসহ উত্তরের জেলাগুলোতে ধান ক্ষেতেও এখন পুরুষের পাশাপাশি নারী শ্রমিকদের কর্মব্যস্ততা চোখে পড়বে। আর আলুসহ অন্য সবজি আবাদে ক্ষেত্রেও জমি তৈরি থেকে শুরু করে পরিচর্যা, বীজ বপন, অঙ্কুরোদ্গম, ফসল উত্তোলন ও সংরক্ষণের প্রতিটি ধাপে নারী শ্রমিকদের অংশগ্রহণ বাড়ছে।

নারী শ্রমিকদের কৃষিতে সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে জাতিসংঘের খ্যাদ্য ও কৃষি সংস্থা এফএওর এক প্রতিবেদনেও। সংস্থাটির গত বছরের প্রতিবেদন অনুযায়ী, দেশের কৃষি শ্রমে নারীদের অংশগ্রহণের হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি। ২০০৫ সালের তুলনায় ২০১৯ সালে কৃষি ক্ষেত্রে নারীদের ভূমিকা ৯ শতাংশের বেশি বেড়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলুর ক্ষেতে নারী শ্রমিকদের ব্যস্ত সময়। সম্প্রতি বগুড়ার মাটিডালি এলাকা থেকে তোলা। ছবি: সারাবাংলা

কৃষিতে ভূমিকা বাড়লেও নারী কৃষি শ্রমিকরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। জমিতে পুরুষের মতো সব কাজ করলেও নারীরা তুলনামূলকভাবে মজুরি কম পেয়ে থাকেন। ক্ষেতে সারা দিন কাজ করার জন্য একজন পুরুষ শ্রমিক যেখানে ন্যূনতম ৪০০ থেকে ৫০০ টাকা পেয়ে থাকেন, সেখানে নারী শ্রমিকরা পাচ্ছেন ২৫০ থেকে ৩০০ টাকা। বৈষম্য থাকলেও নারী কৃষি শ্রমিকরা দমছেন না। বরং আরও বেশি নারীরা কৃষিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান। মজুরি বৈষম্যের বিরুদ্ধেও সরব তারা।

কথা হয় বগুড়ার শাখারিয়া এলাকার তিলের পাড়া গ্রামের শিফা বেগমের সঙ্গে। তিন সন্তানের জননী শিফার স্বামী সেলুনে কাজ করেন। সন্তানদের শিক্ষা ও সংসারের ব্যয় সামলাতে এখন তিনি আলুর ক্ষেতে কাজ করছেন। ৩০০ টাকা দিন হাজিরায় জমিতে আলু বীজ বপনের পর ক্ষেতে বীজের অঙ্কুরোদ্গম ভালো হতে মাঠির ঢেলা গুঁড়া করার কাজ করছেন মুগুর দিয়ে।

শিফা বেগমের সঙ্গেই মাঠে কাজ করছিলেন আরও তিন নারী। তাদেরও অভিযোগ, তারা দিনে ৩০০ টাকা মজুরিতে কাজ করলেও পুরুষ শ্রমিকরা মজুরি বেশি পান। অথচ নারী ও পুরুষ কৃষি শ্রমিকরা ক্ষেতে সমান কাজই করে থাকেন। বৈষম্য থাকলেও উপার্জনের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা ফেরানোর জন্য তারা কাজ বন্ধ করছেন না।

নারী শ্রমিক সাথী বেগমের স্বামী আব্দুস সামদ নির্মাণ শ্রমিক। সাথী বেগম বলেন, ‘আমাদের পাঁচজনের সংসার। স্বামীর একার আয়ে সংসার চলে না। তাই মাঠে কাজ করি। এখন দুজনের আয়ে মোটামুটি সংসার চলে যায়।’ আলুর মৌসুম শেষ হলে বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করবেন বলে জানান তিনি।

নারী শ্রমিকরা জানালেন, তাদের আশপাশের গ্রামগুলোতে দুই শতাধিক নারী শ্রমিক রয়েছেন, যারা সরাসরি ক্ষেতে কাজ করেন। আগের তুলনায় নারী শ্রমিকদের সংখ্যা বাড়ছে বলেও জানালেন শিফা বেগম।

কেবল বগুড়া নয়, উত্তরের অন্য জেলাগুলোতেও আলুর জমিতে নারী শ্রমিকদের কাজ চোখে পড়ার মতো। দিনাজপুরের বীরগঞ্জের আলু বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান পাওয়ার অ্যাগ্রোর স্বত্বাধিকারী মো. পারভেজ রশীদও জানালেন সে কথা।

তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের আওতায় যেসব জমিতে আলু আবাদ হয়, সেখানে অনেক নারী শ্রমিক কাজ করেন। জমিতে যত ধরনের কাজ রয়েছে, সব কাজই নারী শ্রমিকরা করে থাকেন। ধান কাটার মৌসুমে আলুর ক্ষেতের জন্য শ্রমিক সংকট তৈরি হতো। নারী শ্রমিকরা এগিয়ে আসায় সেই সংকট এখন কেটে যাচ্ছে। নারী শ্রমিকরা না থাকলে আমাদের আবাদ অব্যাহত রাখা কষ্ট হয়ে যেত।’ পারভেজ অবশ্য জানালেন, তারা মজুরিতে নারী-পুরুষ বৈষম্য করেন না।

আলু উৎপাদনে উদ্বৃত্ত জেলা বগুড়া। কৃষি বিভাগ জানিয়েছেম জেলার অভ্যন্তরীণ আলুর চাহিদা আড়াই লাখ মেট্রিক টন। সেখানে এ বছর সাড়ে ৫৫ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১২ লাখ মেট্রিক টন।

কৃষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার জেলায় বৃষ্টিজনিত কারণে দেরিতে বপন হওয়ায় আগাম জাতের আলুও একটু দেরিতে উঠছে। তবে মুল আলু আবাদের এখন ভর মৌসুম। সবখানে চলছে জমি তৈরি ও আলু বীজ বপনের কাজ। এরই মধ্যে জেলার ৬০ শতাংশ জমিতে বীজ বপনের কাজ শেষ হয়েছে।

কৃষিশ্রমে নারীদের সম্পৃক্ততা বেড়ে যাওয়া প্রসঙ্গে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহাকরী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বগুড়ায় মরিচের ক্ষেতে ৮০ শতাংশ, আলুতে ৬০ শতাংশ এবং মূলা, গাজর ও ঢেড়স আবাদে ৩০ শতাংশ নারী শ্রমিক সম্পৃক্ত রয়েছেন। জমিতে কায়িক শ্রমেও এখন পুরষদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন নারীরা। তারা নিজেরা উপার্জন করছেন, পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

সারাবাংলা/টিআর

কৃষিতে নারী শ্রমিক কৃষিশ্রম নারী কৃষি শ্রমিক নারী শ্রমিক বগুড়া মজুরি বৈষম্য