Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েলিংটনে হ্যাটট্রিকে অ্যাটকিনসনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১২:৪১

হ্যাটট্রিক করে অ্যাটকিনসনের ইতিহাস

৯৪ বছর আগে বেসিন রিজার্ভের হয়েছিল প্রথম টেস্ট। ১৯৩০ সালের পর প্রায় শতবছরের ইতিহাসে ওয়েলিংটনের মাঠ আয়োজন করেছে বহু ম্যাচ, খেলেছেন বহু নামিদামি ক্রিকেটারও। তবে আশ্চর্যজনকভাবে এই ভেন্যুতে ছিল না কোনো হ্যাটট্রিক! বেসিন রিজার্ভের সেই অপূর্ণতা অবশেষে ঘুচল আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছেন ইংলিশ পেসার গুস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভে হ্যাটট্রিক করা প্রথম বোলার হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করেছে বেসিন রিজার্ভ। ক্রিকেট ইতিহাসের ৮ম সর্বোচ্চ ম্যাচ আয়োজন করা ভেন্যুও এটি। তবে এত বছরেও এখানে কোনো বোলার হ্যাটট্রিক করতে পারেননি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই সেই অপূর্ণতা ঘুচিয়েছেন ইংলিশ পেসার অ্যাটকিনসন। কিউইদের শেষ তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

নাথান স্মিথ, ম্যাট হেনরি ও টিম সাউদি; তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের স্বাদ পান অ্যাটকিনসন। ৫ উইকেটে ৮৬ রান করা নিউজিল্যান্ডের ইনিংস থামে মাত্র ১২৫ রানে। অ্যাটকিনসন নিয়েছেন মোট ৪ উইকেট।

টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এই নিয়ে হ্যাটট্রিক হয়েছে মোট ৪৭টি। ইংল্যান্ডের হয়ে ১৫তম বোলার হিসেবে হ্যাটট্রিক পেলেন অ্যাটকিনসন। ইংলিশদের হয়ে সবশেষ হ্যাটট্রিক ছিল ২০১৭ সালে মঈন আলির।

নিউজিল্যান্ডের মাটিতে এটি মাত্র তৃতীয় হ্যাটট্রিক। ১৯৩০ সালে ক্রাইস্টচার্চে মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে রায়ান সাইডবটম হ্যাটট্রিক করেছিলেন। এই দুজনই ছিলেন ইংলিশ ক্রিকেটার!

সারাবাংলা/এফএম

ওয়েলিংটন গুস অ্যাটকিনসন নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট