ট্রাম্প দায়িত্ব নিলে চীনে মার্কিন রাষ্ট্রদূত হবেন সাবেক সিনেটর ডেভিড
৬ ডিসেম্বর ২০২৪ ২২:০১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ১০:৩০
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পারডুকে বেছে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগে তিনি তার প্রশাসন সাজানোর কাজ প্রায় সেরে ফেলেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডেভিডের নাম ঘোষণা করেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক বরাবর শীতল, আছে দুই দেশের মধ্যে আছে বাণিজ্য উত্তেজনা। এই প্রেক্ষাপটে ডেভিডকে চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন ট্রাম্প। সাবেক রাজনীতিক ডেভিডের চীনসহ এশিয়া অঞ্চলে ব্যবসার অভিজ্ঞতা আছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি ফলপ্রসূ কাজের সম্পর্ক স্থাপনে তিনি (ডেভিড) সহায়ক হবেন।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্প চীনকে সতর্ক করে বলেছেন, অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং যদি আরও কিছু না করে তবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। এছাড়া চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্য ডেভিড জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৫-২০২১ সাল পর্যন্ত সিনেটর ছিলেন। ব্যবসায়িক নির্বাহী হিসেবে ৪০ বছরের কর্মজীবন তার।
সারাবাংলা/এইচআই