Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের মানুষকে শত্রু বানানো ভারতের বড় ভুল’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো- আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে। এ ধরনের একটা দল, যারা লুটপাট করেছে, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করে এগিয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশী চেতনার জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মেজর (অব.) হাফিজ বলেন, ‘একটা জিনিস খারাপ লাগে- এই ধরনের সিচ্যুয়েশন কেন হলো বাংলাদেশে? সাম্প্রতিক বিভিন্ন দেশের কয়েকজন রাজনৈতিক নেতা নিজেদের দেশ ও সমাজকে তো নষ্ট করেছেই, প্রতিবেশি আশপাশের রাষ্ট্রগুলোকেও নষ্ট করেছে। উদাহরণস্বরূপ- এক নম্বর শেখ হাসিনা। উনি কীভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এর আগে তো বাংলাদেশ এমন ছিল না। ডোনাল্ড ট্রাম্পের মত একজন লোক, কী তার চরিত্র, কী তার অভ্যাস- এসব লোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন! নেতানিয়াহু ইসরাইলের রাষ্ট্রনায়ক, কীভাবে ৪০ হাজার লোককে (এর মধ্যে প্রায় দশ হাজার শিশু) বিনা কারণে বোমাবাজি করে হত্যা করে যাচ্ছেন। কিছুদিন আগে ছিলেন টনি ব্লেয়ার, তিনি বুশের হত্যাকাণ্ডের শিকার ইরাক নামের একটা দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।’

‘এই যে বিশ্বকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এখন এর পরিণাম আমরা ভুগছি’- এমন মন্তব্য করে মেজর হাফিজ বলেন, ‘শেষ পর্যন্ত শেখ হাসিনা কীভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করল? একজন মহিলা এত নিষ্ঠুর হতে পারে, এত মানুষকে খুন করতে পারে, হত্যা করতে পারে, এত টাকা মানি লন্ডারিং করে নিয়ে যেতে পারে! শুধু তাই নয়, হাজার হাজার মিথ্যা-গায়েবি মামলা দিয়ে আমাদের নির্যাতিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই যে হিন্দু-মুসলমানের প্রবলেমটা, এটা তারা সৃষ্টি করেছে। আমরা তো জাতীয়তাবাদী, গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করি। আমরা একটা আধুনিক রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না, বাংলাদেশ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আমরা সব ধর্ম-বর্ণের মানুষদের নিয়ে একটা দেশে বসবাস করতে চাই।’

‘ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় নয়, মানবতা আমাদের কাছে বড়’- এমন মন্তব্য করে হাফিজ বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করি, ভোটাধিকারের জন্য যুদ্ধ করি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করি। ধর্ম নিয়ে কারও মন্দির ভাঙতে যাই না, মসজিদ ভাঙতে যাই না; এইসব গন্ডগোল তো আমরা চাই না। কিন্তু যারা নষ্ট করেছে, তাদের মধ্যে আরও একটি হলো ভারতের বিজেপি নামক দলটি। এটি ভারতবর্ষকে নষ্ট করেছে।’

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্না রায় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ ফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, সাংবাদিক আমিরুল আলম কাগজী প্রমুখ।

সারাবাংলা/এনআর/আরএস/পিটিএম

টপ নিউজ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর