Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনায় ১৬ সোনার বার সাদৃশ্য বস্তুসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা থেকে সোনার বার সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে দুইজনকে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম্যে এসব তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তাদের আটক ও সোনার বার সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।
আটকরা হলেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন (২৮) ও পারকৃষ্ণপুর গ্রামের আশরাফুলের ছেলে সৌরভ (১৬)।
বিজিবি জানায়, এসময় সোনার বার সাদৃশ্য তৈরী করা সোনালী রঙের ১২টি লোহার টুকরা ও একই ধরনের রঙ বিহীন ৪টি লোহার টুকরা উদ্ধার করা হয়। সেই সঙ্গে নগদ ২ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা, বিভিন্ন নামে ৩টি ড্রাইভিং লাইসেন্স, ১টি সোনা চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেলের খালী ব্যাটারী, ৩টি মোটরসাইকেলের নম্বর প্লেট, জনতা ব্যাংকের ১টি চেক বই, আইএফআইসি ব্যাংকের ১টি চেক বই, ৩টি মোবাইল, ১টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন সিম ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা সোনার বার সাদৃশ্য বস্তু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর