Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাময়িক মুক্তি পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস

আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ২১:০২

নার্গিস মোহাম্মদী। ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে খরবটি নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকির কারণে তিন সপ্তাহের জামিন দেওয়া হয়েছে নার্গিসকে।

ইরান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোসহ বেশ কয়েকটি অভিযোগে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কারাদণ্ড ভোগ করছেন নার্গিস।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি এক্সে পোস্ট করে বলেন, ‘ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরান তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। ইতোমধ্যে তিনি মুক্তি পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, টিউমারটি ক্ষতিকারক ছিল না। তবে তাকে তিন মাস পর পর ডাক্তার পরীক্ষা করবেন।’

ইরান সরকার তাকে ১৩ বার গ্রেফতার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে। সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়াও, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে।

রাষ্ট্রদোহের মামলায় অভিযুক্ত নার্গিস ২০২১ থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি। ২০২৩-এ নোবেল শান্তি পুরস্কারে তার নাম ঘোষণা হওয়ার পরে নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল তেহরান। নার্গিসের ছেলেমেয়ে তখন মায়ের পুরস্কার গ্রহণ করেন। কয়েক মাস আগে মারা যান নার্গিসের বাবা। তখনও জামিন দেওয়া হয়নি তাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ইরান জামিন তেহরান নার্গিস মোহাম্মদী মানবাধিকারকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর