Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি সীমান্তে পুলিশ-কৃষক সংঘর্ষ, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯

কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

ভারতে দিল্লি-হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে কৃষকদের ব্যপক সংঘর্ষ হয়েছে। দিল্লি দিকে অগ্রসর হওয়া কৃষকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। পরে আন্দোলনকারী কৃষকরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চার ডাকে সাড়া দিয়ে হরিয়ানার অম্বালায় শুক্রবার (৬ ডিসেম্বর) জড়ো হন কৃষকেরা। সেখান থেকেই দুপুর ১টায় দিল্লির উদ্দেশে হেঁটে রওনা দেন তারা। কিন্তু শম্ভু সীমানায় পৌঁছাতেই তাদের আটকে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুফ, পেনশনের ব্যবস্থা ও বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলো।

পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর ধারা ১৬৩ ধারা জারি করেছে। ফলে পাঁচ বা এর বেশি ব্যক্তি কোনো বেআইনি সমাবেশ করতে পারবে না।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। ফলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। তারা ব্যারিকেডের কাছে আসে। তবে বহুস্তর বিশিষ্ট নিরাপত্তাবেষ্টনী ভেদ করে আর সামনে আগাতে পারেনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কৃষকরা দিল্লি অভিমুখে যাত্রা করেছিল। সেসময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিয়েছিল। পরে হরিয়ানা সরকার আম্বালা জেলার ১১টি গ্রামে ৯ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিত করেছিল।

সারাবাংলা/এইচআই

কৃষক ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর