Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০

বাগেরহাট: সব ধর্মাবলম্বীদের নিয়ে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মোংলার দিগরাজ সার্বজনীন পূজা মন্দির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন পঙ্কজ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।

এসময় বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বাগেরহাট জেলার সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি, মো. শাজাহান ফকির, বাবলু ভূঁইয়া, খোরশেদ আলম, রনি বাবুল, আ. সালাম ব্যাপারী, সফরুল হায়দার সুজন, সেলিম হাওলাদার, আ. রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম ও খালিদ মাহমুদ সোহাগ।

সমাবেশে বিপুল সংখ্যক হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সারাবাংলা/এসআর

বাগেরহাট বিএনপির সম্প্রীতি সমাবেশ

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর