Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগ
খেলোয়াড় সংকটে অনিশ্চিত রংপুরের ফাইনাল!

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

খেলোয়াড় সংকটে রংপুর

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছেন তারা। তবে ফাইনালে উঠেও সেই ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা জেগেছে রংপুর রাইডার্সের। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে ডেকে পাঠানোয় ক্রিকেটার সংকটে ফাইনাল খেলাই অনিশ্চিত রংপুরের!

৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। ৭ ডিসেম্বর হবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। তবে ফাইনালের আগেই রংপুরের তিন ক্রিকেটার সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে স্কোয়াডে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ। আর এতেই বিপাকে পড়েছে রংপুর। কারণ ইনজুরির কারণে মাঠ থেকে আগেই ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এবার এই তিন ক্রিকেটার যদি দলের সাথে না থাকেন, তাহলে ১১ জনের একাদশই সাজাতে পারবে না রংপুর!

বিজ্ঞাপন

আর একাদশ সাজাতে না পারলেই ফাইনালে ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়া। তিন ক্রিকেটার স্কোয়াড ছাড়লে দেশ থেকে নতুন কাউকে দলে যোগ দেওয়ার সুযোগও থাকছে না রংপুরের সামনে।

রংপুরের দাবি, ফাইনালের তারিখ এমনভাবেই ফেলা হয়েছিল যেন বাংলাদেশের সিরিজে সেটা প্রভাব না ফেলে। ফাইনাল শেষ করে সাথে সাথেই গায়ানা থেকে দলের সাথে যোগ দেবেন এই তিন ক্রিকেটার, সেটাও জানিয়েছেন তারা।

শেষ পর্যন্ত বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে রংপুরের ফাইনাল খেলা।

সারাবাংলা/এফএম

গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর